বই: টাইম ম্যানেজমেন্ট
লেখক: আবু মুআবিয়া ইসমাইল কামদার
অনুবাদ: মুহাম্মাদ ইফাত মান্নান
প্রকাশনায়: সিয়ান পাবলিকেশন লিমিটেড
বিষয়: আত্ম-উন্নয়ন
পৃষ্ঠা সংখ্যা: ১৩২
সংক্ষিপ্ত বর্ণনা: পাখির পালক কালিতে চুবিয়ে লেখার যুগে অনেক মুসলিম বিদ্বান যে রচনা করে গিয়েছেন, আমাদের অনেকে এক জীবনে হয়তাে পড়েও শেষ করতে পারব না। তথ্যপ্রযুক্তি আমাদের সব কাজ সহজ করে দিয়েছে। ক্লিকেই দুনিয়ার তথ্য আমাদের নখের ডগায়। আমরা পৃথিবীর এক প্রান্তে প্রাতরাশ সেরে অন্য প্রান্তে দুপুরের কাইলুলা করতে পারি। এত সুযােগ সুবিধা ভােগ করেও পূর্বসূরিদের মতাে যােগ্য সন্তান জন্ম দিতে এই জাতি আজ ব্যর্থ। সকাল হয়, দিন গড়িয়ে রাত হয়, আবার সূর্য ওঠে। আলুপেঁয়াজ আর বিদ্যুৎ-বিলের হিসাব মেটাতেই বেলা শেষ। পৃথিবীকে দিয়ে যাওয়ার মতাে কিছুই করা হয় না। সময় নেই, ব্যস্ত।
আমরা কি আসলেই ব্যস্ত—নাকি ব্যস্ততার অভিনয় করি, কিছু না করেই নিজেকে কিছু একটা প্রমাণ করার কসরতে। একটু বসুন নিজের সাথে। নিজেকে জিজ্ঞেস করুন। | তথ্যপ্রযুক্তির অক্টোপাসে জড়ানাে আধুনিক এই সময়ে জীবনটাকে আরেকটু যারা অর্থবহ করতে চান; পৃথিবীতে রেখে যাওয়ার মতাে কিছু করতে চান তাদের জন্য এই বই ‘Time Management’
বই এর বিস্তরিত তথ্য সংগ্রহ: কোরআনের আলো ডটনেট থেকে।